সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুরগি যাওয়াকে কেন্দ্র করেও কিন্তু খুনের ঘটনার সাক্ষী রয়েছে মুর্শিদাবাদের ডোমকল। এমনকি আম পাড়া কে নিয়েও খুন হয়েছে ডোমকলে এবার সেই রকমই সামান্য ঘটনায় প্রাণ গেলো এক বৃদ্ধার আহত হয়েছে পাঁচ জন।ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। মৃত বৃদ্ধের নাম শমসের আলি মন্ডল (৬৫)। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে , বুধবার বিকেলে শমসের মণ্ডলের ভাইপো হাসিবুল শেখ তাঁর পিসির সঙ্গে ঝামেলা করছিল। সেই সময় শমসের মণ্ডলের এক ভাইপো তার প্রতিবাদ করে। তাঁতে হাসিবুল ও শমসের মণ্ডলের ওই ভাইপোর মধ্যে বচসা বাধে। আর সেই বচসা চলাকালীন হাসিবুল শমসের আলীর ভাইপোকে মারধর করে। শমসের মন্ডল ও তার পরিবারের লোকেরা শমসেরবাবুর ভাইপোকে মারধরের প্রতিবাদ করতে গেলে হাইদার শেখ, হাসিবুলসহ তাঁর বাড়ির অন্যান্য সদস্যরা লাঠি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়।ঘটনায় জখম হন শমসের আলি মন্ডল ও ওই পরিবারের আরও পাঁচ সদস্য। তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শমসের আলী মণ্ডলের মৃত্যু হয়। বাকি পাঁচ সদস্য বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মৃতের স্ত্রী সানুয়ারা বিবি বলেন, হাসিবুল ওর পিসির সঙ্গে ঝামেলা করছিল। ওই সময় আমাদের বাড়ির ছেলে তাদের ঝামেলা করতে নিষেধ করলে তাকেই মারধর করে তাঁরা। তার প্রতিবাদ করলে আমার স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মারে তাতেই মৃত হয় বলে জানান। কাকলি বিবি বলেন সামান্য ছোটো বিষয়টা এতো বড়ো আকার ধারণ করবে বুঝতে পারিনি। তিনি আরো বলেন এমনি মুখে মুখে হচ্ছিল তার পরে হটাৎ ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে আঘাত করতে লাগে ঘটনায় পরিবারের একাধিক জন আহত হয় ।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct