নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: সন্দেশখালির একাধিক অসামাজিক কাজের অভিযোগে ধৃত উত্তম সর্দার ওরফে সুশান্তর নাম জড়ালো এবার বনগাঁর একটি খুনের মামলায়। বুধবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে জেল হাজতের নির্দেশ দিয়েছেন । উত্তমের হয়ে আইনী লড়াই করছেন আইনজীবী সঞ্জয় দাস। এদিন সঞ্জয় দাস জানান, ২০২৩ সালের ২৩ আগস্ট বনগাঁ থানার ট্যাংরা কলোনী এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে জল পরা নিয়ে বিবাদ বাধে। আর সেই ঘটনায় এক প্রতিবেশীর বাঁশের আঘাতে প্রাণ হারান বিষ্ণু মন্ডল নামে আর এক প্রতিবেশী। বিষ্ণু মন্ডলের স্ত্রী ঝর্ণা মন্ডলের অভিযোগের ভিত্তিতে সেই সময়েই অভিযুক্তরা গ্রেপ্তার হয়। সঞ্জয় দাসের বক্তব্য অনুযায়ী, ধৃতরা নাকি পুলিশি জেরায় এই খুনের ষড়যন্ত্রকারী হিসেবে উত্তম সরদারের নাম বলেছে। আর তাই তাকে এই মামলায় যুক্ত করে তার বিরুদ্ধেও ৩০২ ধারা দেওয়া হয়েছে ৷ এদিন উত্তম সরদারকে আদালতে তোলার সময় তাকে এব্যাপারে প্রশ্ন করা হলে সে দাবি করে যে, সে সম্পূর্ণ নির্দোষ। এর আগে সে কোনওদিন বনগাঁতে আসেনি। এই খুনের ব্যাপারে সে কিছুই জানে না । পুলিশের পক্ষ থেকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য উত্তম সরদারকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়। অন্যদিকে, উত্তম সরদারের আইনজীবী তার জামিনের জন্য আবেদন জানান। দুই পক্ষের আবেদনই খারিজ করে দিয়ে বিচারক উত্তম সরদারকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct