আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে অনেক ফিলিস্তিনি উমরাহযাত্রী সৌদি আরবে আটকে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশে ফেরা ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ছয় মাস পর্যন্ত সৌদি আরবে বসবাস করতে পারবে। আটকে পড়া ফিলিস্তিনিদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার দক্ষিণ প্রদেশের অনেক উমরাহযাত্রী সৌদি আরব গিয়ে আটকে পড়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়। পরে সৌদি সরকার তাদের ছয় মাস পর্যন্ত দেশটিতে আবাসিক থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তা ছাড়া তাদের নিজ দেশে নিরাপদে ফেরা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অস্থায়ী ত্রাণ দেওয়া হবে বলে জানা যায়।গত বছর বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম উমরাহ পালন করে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।একই বছর ২৮ কোটির বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববীতে নামাজ পড়ে ও রওজা শরিফ জিয়ারত করে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় গত ১৪৫ দিনে ২৯ হাজার ৭৮২ জন প্রাণ হারিয়েছে এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছে।তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অপরদিকে ইসরায়েলের এক হাজার ২০০ জন নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct