আপনজন ডেস্ক: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তার আগেই এ রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও কমিশন সূত্রের খবর, অগামী ১৩ বা ১৪ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। এবার নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে, ভোটের নিঘণ্ট ঘোষণা বা আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুর এলাকা থেকে পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে। বুধবার কলকাতা-সহ দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সূত্রে এ খবর জানা গেছে।অনদিকে, এদিনের বৈঠকের পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রূপরেখা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, রাজ্যে প্রথম দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হবে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনা জেলায়। এই জেলার সন্দেশখালিকে ঘিরে রয়েছে এখন চরম উত্তেজনা। এছাড়া, ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতায় চলে আসায় দ্বিতীয় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত করা হবে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোট ঘোষণার আগেই রাজ্যে প্রথম দফার ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। সেই বাহিনী কোন জেলায় কত নিয়োগ করা হবে তা নিয়েই মূলত আলোচনা হয় এদিনের বৈঠকে। তাতে পৌরহিত্য করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনায় মোট ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এর মধ্যে বারাসতে তিন কোম্পানি, বনগাঁয় তিন, ব্যারাকপুরে ছয় কোম্পানি, বসিরহাটে পাঁচ কোম্পানি, বিধাননগরে চার কোম্পানি কোন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন ৷ এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় তিন কোম্পানি, ডায়মন্ডহারবারে তিন কোম্পানি এবং বারুইপুরে তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রথম বাহিনী আসতে শুরু হবে ১ মার্চ থেকে। এদিন ১০০ কোম্পানি বাহিনী আসবে। তারপর আসবে বাকি ৫০ কোম্পানি। সব মিলিয়ে প্রথম দফার বাহিনীর সংখ্যা ১৫০ কোম্পানি।এর পাশাপাশি কলকাতায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও মালদা ৭, মুর্শিদাবাদ ৪, জঙ্গিপুর , কৃষ্ণনগর ৪, রানাঘাট ৪, হাওড়া ৬, হাওড়া গ্রামীণ ৩, দার্জিলিং ৫ , শিলিগুড়ি ২, কালিম্পং ২, কোচবিহার ৫, আলিপুরদুয়ার ৩, জলপাইগুড়ি ৪, ইসলামপুর ৩, রায়গঞ্জ ৪, দক্ষিণ দিনাজপুর ৪, হুগলি ৪, চন্দননগর ৫, পূর্ব মেদিনীপুর ৭, পূর্ব বর্ধমান ৪, আসানসোল দুর্গাপুর ৬, পশ্চিম মেদিনীপুর ৫, ঝাড়গ্রাম ৩, বাঁকুড়া ৪, পুরুলিয়া ৪ এবং বীরভূমে ৪ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে আস্থা তৈরি করতে সহাযতা করবে বাহিনী। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভয়ে বোট দেওয়ার আহ্বান জানাবে। তবে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে রেভিনিউ ডিস্ট্রিক্ট নয় পুলিশ ডিস্ট্রিক্ট হিসেবে মোতায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct