আপনজন ডেস্ক: দিল্লিতে ২০২০ সালের দাঙ্গায় ছয় অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে কক্করডোমা আদালত। দিল্লি দাঙ্গার পর তার বিরুদ্ধে দয়ালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত শাকিল, হাবিব রাজা, মোহাম্মদ ইয়ামিন, উসমান, শহীদ ও মোহাম্মদ ফুরকানকে উভয় পক্ষের পর্যবেক্ষণ ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সম্মানজনকভাবে খালাস দেয়। আদালত তার রায়ে বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে সব প্রমাণ অপর্যাপ্ত যা ভিপ্রমাণ করতে ব্যর্থ হয় যে অভিযুক্তরা ভিড়ের অংশ ছিল। তাদের বরিুদ্ধে এফআইআর-এ, এসএইচ ডলিচাঁদ পাল অভিযোগ করেছিলেন, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় একদল দাঙ্গাবাজ জনতা সি ওয়ান, স্ট্রিট নং ১ মেইন রোড, ব্রিজপুরিতে স্যানিটারিরর দোকান লুট করে এবং আগুন লাগিয়ে দেয়। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তদনুসারে, উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনের বিভিন্ন ধারায়য় শাস্তিযোগ্য অপরাধের জন্য পুলিশ চার্জশিট করে। উল্লেখ্য, বেকসুর কালাস এইস অভিযুক্তদের আইন সহায়তা দিয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের মাওলানা আসাদ মাদানি মাওলানা নিয়াজ আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct