আপনজন ডেস্ক: দেশের মধ্যে সন্ত্রাসী সংগঠন গঠন গড়ে তোলা এবং অর্থ সংক্রান্ত বিষয়ে দূর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৭ জনের শিরশ্ছেদ কার্যকর করেছে সৌদি আরব। বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। যদিও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে তারা সবাই সৌদি আরবের নাগরিক। সৌদিতে সন্ত্রাসী সংগঠন গঠন গড়ে তোলা ও আর্থিক দূর্নীতির সঙ্গে যুক্ত থেকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। যদিও মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট আদেল আল সাইদ বলেন, 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো অস্পষ্ট। তারা কোন সন্ত্রাসী সংগঠনের সদস্য তা উল্লেখ করা হয়নি। তাদের অপরাধ কী এবং এসব অপরাধে ভূমিকা কী তাও উল্লেখ নেই।' সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদের মাধ্যমে। ২০২২ সালে দেশটিতে এক দিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল যা নিয়ে সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct