আপনজন ডেস্ক: হিমাচল প্রদেশে রাজ্যসভার একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সেই নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। অথচ রাজ্যের ক্ষমতায় কংগ্রেস সরকার। রাজ্যসভা আসনে জয়ের পর এবার বিজেপি নজর দিয়েছে কংগ্রেস সরকারের পতনের দিকে। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলগুলোর বিধায়কেরা বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করেছেন। তাঁরা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। রাজ্যসভা নির্বাচনের সময় কিছু কংগ্রেস বিধায়ক বিজেপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ ব্যাপারে রাজ্যসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতা হর্ষ মহাজন বলেন, ‘আমাদের সম্ভাবনা খুব কম থাকলেও আমরা জয় তুলে নিয়েছি।' সরকারপতনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হিমাচলের গভর্নর শিব প্রতাপ শুক্লার সঙ্গে দেখা করেছেন বিজেপি ও বিরোধীদলীয় বিধায়কেরা। হিমাচল বিধানসভার বিরোধীদলীয় নেতা জয়রাম ঠাকুর বলেছেন, ‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। বিরোধী বিধায়কেরা বিধানসভার স্পিকার কুলদীপ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর নিরাপত্তারক্ষীরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা গভর্নরের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।' ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের আছে ৪০টি আসন। ধারণা করা হচ্ছিল, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী অভিষেক মানু সিংভি সহজেই জিতে যাবেন। কিন্তু বাস্তবে কংগ্রেসের ছয় বিধায়ক ও স্বতন্ত্র তিন বিধায়ক বিজেপির হর্ষ মহাজনকে সমর্থন দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct