মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মশলা মেশানো আলু কপি প্রভৃতির পুর দেওয়া তেকোণা জিভে জল আনা খাবার সিঙাড়া পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর।কিন্তু বর্তমান সময়ে এত কমদামে যে তা পাওয়া যেতে পারে সেটা না দেখলে বোঝা যেত না। দেগঙ্গা ব্লকের চৌরাশি হাইস্কুলের সামনে একধরনের সিঙাড়া পাওয়া যায়। যার দাম প্রতি পিস মাত্র এক টাকা!অবাক হচ্ছেন তাই না!অবাক হওয়ারই কথা। তবে বাজারে যে সাইজের সিঙাড়া দেখে আমরা অভ্যস্ত এখানকার সিঙাড়ার সাইজ তারথেকে বেশ ছোট।চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়ার সালাউদ্দিন মন্ডল এই সিঙাড়া বিক্রি করেন। তার কথায়,দিনে এক থেকে দেড় হাজার পিস সিঙাড়া বিক্রি হয়। যদি বাড়তি থাকে তাহলে নিজেদের দোকানে বিক্রি হয়। সাইজে ছোট হলেও স্বাদ বাজার চলতি সিঙাড়ার মতোই। এই সাইজের সিঙাড়া আর কোথাও পাওয়া যাবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct