নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: বাজেটে রাজ্য সরকার জনমোহিনী কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন তেমনি বাড়িয়ে দিয়েছে লক্ষী ভান্ডার,তফসিলি জাতি,উপজাতি,সিভিক ভলেন্টিয়ারদের সম্মান ভাতা, সরকারি কর্মচারীদের ডি.এ বাড়ানো হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের তাদের পেনশন বাড়ানোর আর্জি জানিয়ে দিদির কাছে আবেদন জানালো বাংলার দিব্যাঙ্গরা,তমলুক ডিম অফিসের সামনে সভা করে।ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে এসে ছিল প্রতিবন্ধীদের পেনশন বাড়ানো হোক,কিন্তু রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বিভিন্ন সময়ে জানিয়ে ছিল,কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা,অপর দিকে তফসিলীদের পেনশন বাড়ানোর ক্ষোভ তৈরি হয়েছে দিব্যাঙ্গদের মধ্যে,অতীতে দীর্ঘ আন্দোলন করে রাজ্যের তত্কালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর চেষ্টায় রাজ্য সরকার ২০১৭ সালে ৪০ শতাংশের উপর প্রতিবন্ধীদের জন্য মাসে মাসে ১০০০ টাকা করে মানবিক পেনশন চালু করে ছিল বর্তমানে এই পেনশন যাতে বাড়ানো হয়,এই আর্জি নিয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের পাশে ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিবন্ধীরা সমবেত হয়।
প্রতিবন্ধীদের দাবি যেভাবে লক্ষীর ভাণ্ডারের টাকা বাড়ানো হল তাতে সংকটের মধ্যে নেই রাজ্য সরকার।স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে তাদের আবেদন বার্তা পাঠানো হবে বলে জানালো প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত। তিনি আরো বলেন ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিবন্ধীদের পেনশানের টাকার পরিমান আমাদের রাজ্যের তুলনায় অনেক বেশি।রাজ্য সরকারের ইচ্ছায় যেমন বহু প্রতিবন্ধীরা যেমন মানবিক পেনশান পাচ্ছেন এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তেমনি এই ১০০০ টাকা থেকে ন্যূনতম ৩০০০ টাকা যাতে পেনশান দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে এটাই আমাদের দাবি দিদির কাছে। প্রতিবন্ধীদের পেনশান,উন্নয়নের শংসাপত্র এই সবই রাজ্য সরকারের আওতায় তাই রাজ্য সরকারকেই পেনশান বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সারা বাংলা জুড়ে প্রতিবন্ধীরা দিদির কাছে সেই দাবি জানাচ্ছে। স্বাক্ষর সংগ্রহ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct