সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: এ আই ইউ টি ইউ সি প্রভাবিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে বিভিন্ন দাবির প্রেক্ষিতে মঙ্গলবার বীরভূম স্বাস্থ্য জেলা ও রামপুরহাট স্বাস্থ্য জেলা আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করা হয়।পাশাপাশি জেলার রাজনগর,খয়রাসোল সহ বেশ কয়েকটি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিকটেও স্মারকলিপি প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল আশা কর্মীদের কাজের স্থায়ী করন, ভাতা বৃদ্ধি, এনড্রয়েড মোবাইল সেট প্রদান,ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে বকেয়া টাকা প্রদান, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা,পালস পোলিও,ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়ার ব্যবস্থা সহ ১২ দফা দাবিতেই স্মারকললিপি প্রদান বলে সংগঠন সূত্রে জানা যায়। পাশাপাশি ধর্মতলায় আশা কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ৩০ জন আশা কর্মীদের গ্রেপ্তার করা হয়, তাদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল,কিন্তু সেটা না মানায় আগামী ১ লা মার্চ থেকে কর্মবিরতি পালনের ও ডাক দেওয়া হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে।বিক্ষোভ আন্দোলনে উপস্থিত এ আই ইউ টি ইউ সি জেলা সম্পাদিকা আয়েশা খাতুনের বক্তব্য কেন্দ্র ও রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য কোনো ভাবনা ভাবেননি। দিনরাত পরিষেবা দিয়ে থাকেলেও আশা কর্মীরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত।উল্লেখ্য আগামী ৩ রা মার্চ থেকে পালস পোলিও কর্মসূচি রয়েছে।অন্যদিকে ১ লা মার্চ থেকে আশা কর্মীদের কর্মবিরতি পালনের ডাক দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে একটা জরুরি বার্তা বলে মনে করা হচ্ছে। এদিনের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদানে সিউড়িতে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ আশা কর্মী জেলা ইউনিয়নের পক্ষে মাধবী সিনহা, জিনা চট্ররাজ, মনিষা অধিকারী এবং রামপুরহাটে ছিলেন নয়না খাতুন, অশ্রুকণা সাহা প্রমুখ নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct