নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: মঙ্গলবার দুপুরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। মঙ্গলবার স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড জোরে আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত। এক প্রত্যক্ষদর্শী ছাত্র সাইজাত সিদ্দিকী জানান, আমি যখন বাথরুমের মধ্যে আসি তখন এসে দেখি একটি বোম বাথরুমের মধ্যে রয়েছে। আমি তড়িঘড়ি শিক্ষকদের খবর দিই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা। পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে বোমাটি ফেটে ওঠে। কি কারণে বোমা বিস্ফোরণ তার তদন্ত শুরু করছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্রেফ আতঙ্ক ছড়াতে এটি করা হযেছে।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct