দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার জগদলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতের হাতে স্কুলের মধ্যে কিছু দিন আগে এক শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই বামননগোলা থানা এলাকার জগদল্লা স্কুলের সামনে এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ চলতে থাকে।
গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটে তালা বন্ধ করে দেওয়া হয়। স্কুলের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাদের সঙ্গে প্রধান শিক্ষক কিছুতেই দেখা করতে না চাওয়ায় অবশেষ গ্রামবাসীরা তালা মারার সদ্ধিান্ত নেন। গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে বামনগোলা থানার পুলিশ। এলাকাবাসীর পুলিশের সাথে কথা বলার পরে বিক্ষোভ থেকে সরে যায়।
গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ঐ শিক্ষক। এই বিষয়ে বামনগোলা, তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন’ বিদ্যালয়ে মধ্যে একটি মিটিং ছিলো ম্যাগাজিন কমিটির সেখানে কথা কাটাকাটি হয় কিছু হয়নি একটু ধাক্কা থাক্কি হয় কোন মারধর করা হয়নি। তৃণমূলের কোন দুষ্কৃতি নেই তব প্রচার করছে বিজেপি।স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বলবে কি হয়েছিলো। বিজেপির লোকজন কেন বাইরের লোক কথা বলবে। যা বলবে স্কুলের শিক্ষকেরা বলবে।এ বিষয়ে বিজেপির তরফে বামনগোলা মন্ডল২এর সভাপতি অমিত ঘোষ বলেন’ স্কুলের মধ্যে মারধরের অভিযোগ বিজেপি করতো তাহলে হাতে বিজেপির পতাকা নিয়ে স্কুলের সামে বিক্ষোভ দেখাতো এলাকাবাসী চাই স্কুল পরিষ্কার করছিল থাকুক উন্নত হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct