বাইজিদ মণ্ডল, মথুরাপুর, আপনজন: এআইইউটিইউসি শ্রমিক সংগঠনের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নে বিভিন্ন দাবি নিয়ে মথুরাপুর এক নম্বর বিডিও তে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এদের দাবিগুলো ছিল মিড ডে মিল কর্মীদের ১০ মাসের নয় বারো মাসের বেতন দিতে হবে, উপযুক্ত হারে বেতন বৃদ্ধি করতে হবে এবং মিড ডে মিল কর্মীদের সরকারি শ্রমিকের স্বীকৃতি, পেনশন, বোনাস, পি এফ সহ সমস্ত সামাজিক সুরক্ষা দিতে হবে। এবং মিড ডে মিল কর্মীদের দুপুরের খাবারের জন্য বরাদ্দ করতে হবে এছারাও মথুরাপুর এক নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের প্যাসিফিক কিছু দাবি- যেমন গত বছর যে বাড়তি খাওয়ানোর ঘোষণা সরকার করেছিল (মাংস ফল খাওয়ানো) এর খরচ মিড ডে মিল কর্মীরা নিজেদের থেকে খরচ করে রূপায়িত করে।অথচ সেই টাকা এখনো তারা পায়নাই, তাই এরা দাবী করেছে অবিলম্বে এই টাকা মিড মিল কর্মীদের সকলের একাউন্টে দিতে হবে।
এছাড়াও এদের ১৭টি দাবির মধ্যে মিড ডে মিল আধিকারিক এবং ভিডিও সাহেব কয়েকটি দাবি মেনে নিয়েছেন।যেমন গত বছরের বাড়তি খাওয়ানোর টাকা অতি দ্রুত তারা পাঠাবেন, এবং তিন মাসের বেতন যে আটকে আছে সেটা এক সপ্তাহের মধ্যে পাঠাবেন,মিড ডে মিলের মা-বোনেদের দুপুরের খাওয়ার বিষয়টা তারা তদারকি করবেন। এবং বাসনপত্র পরিষ্কার করার জন্য সাবান বা বিভিন্ন জায়গায় বাসনপত্র, রান্নাঘরের যে সমস্যা জলের যে সমস্যা সেগুলি সমাধানের জন্য তারা দ্রুত পদক্ষেপ নেবেন। এছাড়া গ্যাসের ভর্তুকি টাকার ব্যবস্থা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct