জাকির আলী, হুগলি, আপনজন: পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সংখ্যালঘু নীতি সময়সূচি গুলি রূপায়ণ সতর্ক দৃষ্টি রাখা, সংখ্যালঘুদের বৈষম্য উদ্বুদ্ধ সমস্যাগুলি অনুসন্ধান করে সেইগুলিকে দূর করার সুপারিশ করা, সংখ্যালঘুদের আর্থসামাজিক এবং শিক্ষাগত উন্নয়ন মূলক সমস্যাগুলি বিশ্লেষণ করা প্রভৃতি বিষয় নিয়ে মঙ্গলবার হুগলির জেলা পরিষদে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। এদিন হুগলি জেলার প্রশাসনের সঙ্গে এক আলোচনায় বসেন। তারপর তিনি সাংবাদিক সম্মেলনে করেন। সাংবাদিক সম্মেলন শেষ করেই হুগলি জেলার ঐতিহাসিক হাজী মহম্মদ মহসিন-এর কবর স্থান পরিদর্শন করতে যান। এ বিষয়ে আহমদ হাসান ইমরান বলেন, হাজী মহম্মদ মহসিনের কবরস্থানকে হেরিটেজ হিসেবে সাজিয়ে তোলা হবে। এর পাশাপাশি চুঁচুড়া সদর হসপিটালে যে হাজী মোহাম্মদ মহসিনের মূর্তি আছে, তা চরম অবহেলায় পড়ে রয়েছে তার বিহিত ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। ইমরান বলেন, হাজী মোহম্মদ মোহাম্মদ মহসিনের এর মূর্তি যদি অবহেলায় পড়ে থাকে তাহলে তার যথাযথ মর্যাদায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মুহাম্মদ মহসিন এর কবরস্থানে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার মাজার জিয়ারত করেন। এই মাজার সংরক্ষণের ব্যাপারে রাজ্য সংখ্যালঘু কমিশন বিশেষবাবে নজর রাখবে বলে ইমরান জানান। এদিন জেলা পরিষদে রাজ্য মাইনোরিটি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন এ ডি এম কুহুক ভূষণ, জেলা ডোমা অফিসার সমির কুমার দে প্রমুখ। এদিন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেযারম্যান নানা সংখ্যালঘু সমস্যার কথা শোনেন ও তার বিহিত ব্যবস্থা করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct