এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: আসন্ন লোকসভা ভোট, তার আগে বনগাঁবাসীর সমস্যার কথা জানতে প্রত্যেকটি বুথে বুথে, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ, পাশাপাশি সভা করে তুলে ধরছেন উন্নয়নের খতিয়ান। চট পেতে মানুষের সঙ্গে কথা বলছেন, সমস্যার সমাধানে যথাযথ চেষ্টাও করছেন। এমনটাই চিত্র দেখা গেল বনগাঁয়। ২০১৯ সালের লোকসভা থেকেই মতুয়া ভূমি কার্যত বিজেপির দখলে। অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই বনগাঁ লোকসভা কেন্দ্রটি আগামী লোকসভা ভোটে পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পের এবং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যেমনভাবে একতরফা প্রচার সারছে তৃণমূল ঠিক তেমনি বনগাঁ লোকসভা এলাকার সমস্ত তৃণমূল নেতারই লক্ষ্য আগামী লোকসভা ভোটে বনগাঁকে পুনরুদ্ধার করা। আর সেই জমি দখলের লড়াইয়ে মাঠে নেমে পড়েছে ছোট বড় সমস্ত নেতাই, সেই তালিকায় কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি যেভাবে কাউন্সিলর সহ দলীয় কর্মীদের সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন ঠিক তেমনিভাবে প্রত্যেকটি বুথে কর্মীসভার মধ্যে দিয়ে সারা বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। এ বিষয়ে গোপালবাবু বলেন ‘সারা বছর ধরে কি কাজ করলাম তা মানুষকে জানানো প্রয়োজন এবং মানুষের ছোটখাটো যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোও জানা প্রয়োজন।
বুথে বুথে গিয়ে চট পেতে মানুষের সাথে বসছি, তাদের অভাব অভিযোগের কথা শুনছি, ছোটখাটো সমস্যা হলে সাধ্যমতো সমাধানের চেষ্টা করছি, তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে আমাদের কোনো ত্রুটি আছে কিনা তা মানুষের কাছে জানতে চাওয়া হচ্ছে।
জনকল্যাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া রাজ্য সরকারের ৭২টি প্রকল্প সম্পর্কে অবগত করানোর পাশাপাশি, সমস্ত ধরনের পরিষেবা সাধারণ মানুষ যথাযথ পাচ্ছেন কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে। প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, বনগাঁ পৌরসভার আওতায় থাকা কোনো পরিবার যাতে রাজ্য সরকারের কোনোও পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য আমরা বদ্ধপরিকর, পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে আমরা যথাযথ চেষ্টা করছি ‘ বলেও জানান গোপাল শেঠ। এ দিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। গোপালের দাবী মমতাই একমাত্র নেত্রী যদি দেশের সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারেন। বিরোধীদের কটাক্ষে অবশ্য কান দিতে চাননি পৌরপ্রধান ও তৃণমূল নেতা গোপাল শেঠ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct