আপনজন ডেস্ক: সৌদি আরব মঙ্গলবার ‘সন্ত্রাসমূলক’ অপরাধের জন্য সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০২২ সালের মার্চ মাসে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এক দিনে সর্বোচ্চ সংখ্যা এটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সরকারি সৌদি প্রেস এজেন্সি বলেছে, সাতজনকে ‘সন্ত্রাসী সংগঠন ও সত্তা তৈরি ও অর্থায়ন করার’ দায়ে সাজা দেওয়া হয়েছে।
তাঁদের জাতীয়তা প্রকাশ করা না হলেও নাম ও পদবি থেকে বোঝা যায় তাঁরা সৌদি নাগরিক। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি।
সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, ২০২৩ সালে ১৭০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর চলতি বছরে এখন পর্যন্ত ২৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। সৌদি আরব সাজা হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ব্যবহারকারীদের মধ্যে একটি দেশ।
শিরশ্ছেদের জন্য কুখ্যাত এই দেশটি প্রায় দুই বছর আগে এক দিনে ৮১টি মৃত্যুদণ্ড কার্যকর করে বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০২২ সালে চীন ও ইরান ছাড়া অন্য যেকোনো দেশের চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct