আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ডাক্তারদের চলমান ধর্মঘটের মধ্যেই এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত। জানা গেছে, ডাক্তারদের চলমান ধর্মঘটের কারণে ৮০ বছর বয়সী ওই নারীকে বহন করা অ্যাম্বুল্যান্সটি বেশ কয়েকটি হাসপাতালে প্রবেশের চেষ্টা করলেও তাতে বাধা দেওয়া হয়। এটিকে ডাক্তার ধর্মঘটের সঙ্গে যুক্ত প্রথম মৃত্যু বলে ধরা হচ্ছে। জরুরি বিভাগে কর্মী কম থাকায় চাপের মধ্যে রয়েছে হাসপাতালগুলো। অপারেশন স্থগিত এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
গত শুক্রবার ডেজন শহরের প্যারামেডিকরা ওই নারীকে নিয়ে সাতটি হাসপাতাল ঘুরেছিল, কিন্তু কর্মী ও শয্যার অভাবের কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে তাকে একটি পাবলিক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ৬৭ মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে অ্যাম্বুল্যান্সের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন। দক্ষিণ কোরিয়ায় ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকার আরো চিকিৎসক নিয়োগ দিলে প্রতিযোগিতা বেড়ে যাবে, তাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে। প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছে।
সরকার বলছে, ইন্টার্ন ও আবাসিক ডাক্তারদের কর্মবিরতির ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
তাই তাদের ফেব্রুয়ারির শেষ নাগাদ কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পেছনে যুক্তি ছিল- দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, এ কারণে বেশি ডাক্তারের প্রয়োজন পড়বে। এদিকে বিক্ষোভরত তরুণ ডাক্তারদের ফেব্রুয়ারির মধ্যে কাজে ফেরার আলটিমেটাম দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। অন্যথায় এর গুরুতর ফল ভোগ করতে হবে তাদের। নিরাপত্তামন্ত্রী লি সাং-মিন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে বলে মনে করেন।
তিনি বলেন, ‘পরিস্থিতির গভীরতা বিবেচনা করে সরকার তাদের কাছে শেষ আবেদন করছে। যদি ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে ফেরেন, তাহলে এখন পর্যন্ত যে পরিস্থিতির তৈরি হয়েছে তার জন্য আপনাদের দায়ী করা হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct