জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: লোকসভা ভোটের আগে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার বকেয়া নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি ময়দানে এক প্রশাসনিক সভায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে হুঁশিয়াির দিয়ে বলেন, বাংলা তার হকের টাকা চায়। বাংলা ভিখারি নয়। ভিক্ষের টাকা চায় না বাংলা।
আবাস যোজনার টাকা আটকে রাখায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজেই সেই কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি তৈরি করে েদবে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে মমতা মূলত জঙ্গলমহলের মানুষদের আশ্বস্ত করেন, মা মাটি মানুষের সরকার রাজ্যের মানুষের পাশেই থাকবে। বাংলার উন্নয়নে তাদেরকে শরিক করবেন। এদিন পুরুলিয়ার রঘুনাথপুরে শ্যাম স্ট্রিলের ১৫০০ কোটির টাকার প্রকল্পের সূচনাও করেন।
মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মমতা কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন। তবে এদিন মমতার ভাষণের সিংহভাগই ছিল বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রসঙ্গ। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে তিনি বারে বারে অভিযোগ তোলেন। কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ এই নতুন নয়।
বছর খানেক ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধর্না, বিক্ষোভ আন্দোলনে রাজ্যের মানুষকে বার্তা দিতে চেয়েছেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। সেই আন্দোলন পৌঁঁেছ যায় দিল্লিতেও। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেও তাতে কাজের কাজ কিছু হয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া আদায়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে। সেই মতো ইতিমধ্যে রাজ্য জুড়ে একেশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া দেওয়াও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এবার তিনি বাংলার বকেয়া টাকাকে হকের টাকা বলে অভিহিত করলেন।
মমতা এদিন কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলা ভিখারি নয়। ভিক্ষের টাকা চায় না বাংলা। বাংলা তার হকের টাকা চায়। তবে তার জন্য অপেক্ষা করতে রাজি নন মমতা। তাই একশো দিনের কাজের শ্রমিকদের টাকা মেটাতে শুরু করেছেন। অন্যদিকে, আবাস যোজনার বকেয়া নিয়ে মমতা বলেন, তিনি অর কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে চান না। বাংলার ন্যায্য দাবি আদায় সময় সীমা দিয়েছেন আগামী ১ এপ্রিল।
পুরুলিয়ার সভামঞ্চে দাঁিড়য়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেন, কেন্দ্র যদি ১ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া মেটাতে না পারে, তাহলে তার সরকার রাজ্যের দরিদ্রদের জন্য ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেবে। আমরা টাকা পরিশোধ করব। আমরা ভিক্ষুক নই, আমরা যা চাইছি তা আমাদের ন্যায্য পাওনা।
রাজ্যে প্রায় ৫০ লক্ষ একশো দিনের কাজের সুবিধাভোগী রয়েছেন স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তারা সকলেই টাকা পাবেন। ভোটের সময় কেন্দ্রকে জবাব দিতে হবে কেন তারা রাজ্যের আদিবাসীদের বকেয়া টাকা দেয়নি।
রাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত পুরুলিয়া তার অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল। ২০১৯ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তিনি ৩৬২ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। দিনে ৩০ কোটি।
এভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবই যদি আমরা দেব। নির্বাচনের সময় এসে বলব উজালা দেব। ভোটের পর উজালা ফাজালা হয়ে যাবে। ...বড় বড় কথা বলে, কোনও কাজ করে না। আমরা যা বলি করে দেখাই।
লোকসভা ভোট আসন্ন। গতবারের লোকসভা ভোটে এই পুরুলিয়া থেকে জিতেছিল বিজেপি। কিন্তু বিজেপি কোনও উন্নয়ন করেনি বলে অভিযোগ করেন মমতা। এ নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আগের বারে এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল। জিতে যাওয়ার পরে কিছু করেছিল? ইলেকশনের আগে এসে ভয় দেখাবে। কিছু টাকাপয়সা দেবে। আর কিছু মিথ্যা, খারাপ-খারাপ কথা বলবে। আপনারা শুনবেন না। ভোট হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় ৩৬৫ দিন থাকব। তাই বলি, শীত, গ্রীষ্ম, বর্ষা আমরাই কিন্তু ভরসা। আমাদের সরকারই আপনাদের ভরসা। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।
এদিন বিজেপিকে ফের দাঙ্গাবাজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের কোনও টাকাপয়সা দিচ্ছে না। ৪৫৫ টা টিম পাঠিয়েছে। আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আগুন নিজেরাই লাগায়, লাগিয়ে বলে লাগাল কে জবাব দাও। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলিতেই গন্ডগোল হয়। এর কারণ কী? তার কারণ তারা লুটেপুটে খায় আর মানুষকে মারধর করে।
এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা দেন। তৃণমূল সুপ্রিমো বলেন, আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলব, একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, মানুষই আপনাদের জিতিয়ে এখানে এনেছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কেউ তাকিয়েও দেখবে না, পুছেও দেখবে না। এই কথাটা বিশ্বাস করলে তবেই আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস করবেন। আর না হলে বাড়ি যান, কংগ্রেস করুন, বিজেপি করুন, সিপিএম করুন, আমার কোনও আপত্তি নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct