আপনজন ডেস্ক: পদত্যাগ করেছেন ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। তার এই পদত্যাগের মধ্যে দিয়ে কার্যত পুরো মন্ত্রিসভার পতন ঘটেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ শাসনকারী এই প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) সরকার।এক বিবৃতিতে শতায়েহ বলেন, পশ্চিম তীর এবং জেরুজালেমে অভূতপূর্ব সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং অনাহারের আলোকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি আরো বলেন, ‘আমি দেখতে পাচ্ছি- পরবর্তী পর্যায় এবং চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন, যা গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।’ফিলিস্তিনি নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক প্রতিবেদনে সেদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গাজা যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট আব্বাস নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন। এর প্রধান লক্ষ্য হবে গাজাকে সুরক্ষিত করা এবং এর পুনর্গঠনের তদারকি করা। তবে নতুন সরকার বিশেষজ্ঞদের (টেকনোক্র্যাট) নিয়ে গঠিত হবে, রাজনীতিবিদদের নয়।এ বিষয়ে আব্বাস আরব নেতাদের সঙ্গেও আলোচনা করছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে শেষ দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ দুই সপ্তাহ আগে বলেছিলেন যে “যদি নতুন সরকার গঠনের পরিকল্পনা থাকে” পদত্যাগপত্র জমা দেওয়া হবে।সূত্র আরো জানিয়েছে, প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফাকে একটি নতুন মন্ত্রিসভা গঠনের জন্য মনোনীত করেছেন আব্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct