আপনজন ডেস্ক: দিল্লির জামা মসজিদের বর্তমান শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জামা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ‘দস্তরবন্দি’ অনুষ্ঠানে তার ছেলেকে “তার উত্তরসূরি” হিসাবে ঘোষণা করেছেন। রবিবার আনুষ্ঠানিক ঘোষণার আগে বুখারি তার ভাষণে মসজিদের ইতিহাস সন্ধান করেন এবং বলেন, প্রথম শাহি ইমাম সম্রাট শাহজাহান কর্তৃক নিযুক্ত হন। বুখারি বলেন, বোখারার বাদশাহ সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারীকে দিল্লিতে পাঠান। ১৬৫৬ সালের ২৪ মে তিনি জামে মসজিদের প্রথম ইমাম নিযুক্ত হন। তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর। ইমামগণ ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাদের উত্তরসূরি ঘোষণা করেছেন। সুতরাং, ৪০০ বছরেরও বেশি ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে, এই জামা মসজিদ থেকে, “আমি ঘোষণা করছি যে সৈয়দ শাবান বুখারী আমার উত্তরসূরি। বুখারি আলেম এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই ঘোষনা অনুষ্ঠানে। ঘোষণার পর মাথায় ‘দস্তরবন্দি’ (পাগড়ি) বাঁধা শুরু হয় অভিষেকের সঙ্গে সংশ্লিষ্ট পুরনো ‘রিওয়াজ’ (ঐতিহ্য) অনুযায়ী। ২০১৪ সালের নভেম্বরে এক ‘দস্তরবন্দি’ অনুষ্ঠানে মসজিদের নায়েব ইমাম হিসেবে অভিষিক্ত হন সৈয়দ শাবান বুখারী (২৯)। সৈয়দ আহমেদ বুখারির অসুস্থতা বা মৃত্যু দেখা দিলে তিনি জামা মসজিদের ১৪ তম শাহি ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন, তার বাবা ঘোষণা করেছিলেন। এর জন্য ২৫ ফেব্রুয়ারি (শব-ই-বরাত) দিন নির্ধারণ করা হয়। সপ্তদশ শতাব্দীতে সম্রাট শাহজাহানের নির্মিত মুঘল আমলের মসজিদে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান। পুরনো দিল্লি বা শাহজাহানাবাদের প্রতীক এবং বিখ্যাত ল্যান্ডমার্ক মসজিদটি যে অনুষ্ঠানে সাজানো হয়েছিল, সেই অনুষ্ঠানে বেশ কয়েকজন ‘উলেমা (ইসলামিক পণ্ডিত) উপস্থিত ছিলেন। মসজিদের সামনের রাস্তায় শাহী ইমাম ও তার ছেলের ছবি সম্বলিত কিছু অভিনন্দন পোস্টার লাগানো হয়েছে, যার স্থাপত্যশৈলী স্থানীয় এবং বিদেশী পর্যটক উভয়ই বিস্মিত করেছে। বংশোদ্ভূত ত্রয়োদশ ইমাম সৈয়দ আহমেদ বুখারি হলেন দ্বাদশ শাহি ইমাম সৈয়দ আবদুল্লাহ বুখারির পুত্র। ২০০০ সালের অক্টোবরে তিনি তার পিতার স্থলাভিষিক্ত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct