আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সরকার দেশটিতে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর জেরে দেশের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন। এতে হাসপাতালে সেবা বিঘ্নিত হচ্ছে। হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে আন্দোলনরত চিকিৎসকদের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। এর ভেতর কাজে না ফিরলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। আল জাজিরার বলা হয়েছে, প্রতিবছর দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পান। দেশটির সরকার এই সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দেয়ার পরই চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। এ আন্দোলনে যোগ দিয়েছে ৯ হাজার ইনটার্ন চিকিৎসকরাও। গত কয়েকদিন ধরে হাসপাতালের সব কাজকর্ম ছেড়ে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, আগে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত তারপর চিকিৎসকদের সংখ্যা। সরকারি কর্মকর্তারা বলছেন, দক্ষিণ কোরিয়ার দ্রুত বর্ধমান বৃদ্ধ জনসংখ্যা মোকাবিলার জন্য আরো চিকিৎসক প্রয়োজন। দেশের বর্তমান ডাক্তার ও রোগীর অনুপাত উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে কম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct