অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সোমবার অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাট সহ রাজ্যের বেশ কিছু রেল স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই মতো এদিন বালুরঘাট রেলস্টেশনে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ আরো অনেকে।এদিন এই প্রকল্পের শুভ সূচনার আগে বালুরঘাট রেল স্টেশনে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, অমৃত ভারত রেল প্রকল্পের অধীন রাজ্যে মোট ১৭টি স্টেশনের পরিকাঠামো বদল হবে। একইসঙ্গে তৈরি হবে ৫৫৩টি স্টেশনে রোড ওভারব্রীজ ও আন্ডারপাস। বর্তমানে জেলা সদর বালুরঘাট রেল স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এসেছে। আগামী দিনে বুনিয়াদপুর ও গঙ্গারামপুর রেল স্টেশন কে এই প্রকল্পের আওতায় আনা হবে বলেই জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার।এ বিষয়ে বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার জানান, ‘আজ থেকে বালুরঘাটে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ শুরু হবে। এর জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের জেলায় আরো দুটি রেলস্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আসবে। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের মোট বরাদ্দ ৬০০ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct