নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও হাতে সময় যে খুব বেশি নেই,নির্বাচন কমিশনের প্রস্তুতি তা বুঝিয়ে দিচ্ছে।এই আবহে বিভিন্ন জেলায় সমবায় সমিতির ভোটের ফলাফল নিয়ে জোর চর্চা চলছে,এমন সন্ধিক্ষণে সুতাহাটা ব্লকের অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চলের অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সমর্থিত ১৫ জন প্রার্থী জয়লাভ করে।বিজেপি নির্বাচনে অংশ গ্রহণ করলেও একটিও আসন জয়লাভ করতে পারেনি বামফ্রন্টের পক্ষ থেকে মনোনয়ন দিতে পারেনি।হলদিয়া বিধানসভা বিজেপির নিয়ন্ত্রণে।বিধায়িকা তাপসী মণ্ডলও বিজেপির জেলা সভাপতি,গুয়াবেড়িয়া অঞ্চলে বিজেপির ৮ টি নির্বাচিত সদস্য সদস্যা রয়েছে।সাংসদ দিব্যেন্দু অধিকারী বর্তমানে বিজেপির হয়ে কাজ করছে তাও হারতে হল বিজেপিকে।সমবায়ের মোট আসন সংখ্যা ১৫ টি।১৫টি আসনের সব আসনে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।সমবায়ে মোট ভোটার ৫৫৩ জন।ভোট পড়েছে ৪৩৬টি।সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থীরা ৩১১টি,যেখানে বিজেপি প্রার্থী সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন ১২১টি,শাসক বিরোধী দুই দলের মধ্যে লড়ায় ছিল টানটান,শেষ পর্যন্ত শাসক তৃণমূল কংগ্রেস সব আসনে জয় ছিনিয়ে আনবে বিজেপি নেতৃত্বরা ভাবতে পারেনি।বিজেপির মন্ডল ২ এর সভাপতি সৈলেন নায়েক বেশ কয়েক দিন ধরে নির্বাচনী প্রচার জনসংযোগ সারে।নির্বাচন হয় পুলিশি নিরাপত্তা বলয়ে,সকাল থেকে মোতায়েন ছিল সুতাহাটা থানার পুলিশ বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে,বিজেপির সুতাহাটা মন্ডল ২ এর সহ-সভাপতি উওম প্রমানিক বলেন আমরা নৈতিক ভাবে জয়লাভ করেছি,কারণ এখানে আমাদের কোন ভোট ছিলনা,বর্তমানে আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছি।অপর দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করে, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct