সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গত ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার রাত ২ টা ২০ মিনিট নাগাদ প্রয়াত হন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। সংখ্যালঘু নেতা হিসেবে পরিচিত ইদ্রিস আলী একসময় বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন, উলুবেড়িয়া উপ-নির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় পা রাখেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভগবানগোলা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে রেকর্ড ভোটে জয়ী হন তিনি। ভোটের ব্যবধানের নিরিখে জেলায় প্রথম এবং রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেন। একসময় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন ইদ্রিস আলী। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন, চিকিৎসা চলাকালীন গত ১৬ তারিখ প্রয়াত হন তিনি।তার প্রয়াণে শোক জ্ঞাপনের উদ্দেশ্যে সোমবার স্মরণ সভা করা হলো ভগবানগোলা বিধানসভার নসিপুর উচ্চ বিদ্যালয়ে। ভগবানগোলা এক ও দুই নম্বর ব্লক তৃণমূলের যৌথ উদ্যোগে তথা ভগবানগোলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির, রাজ্য সহ-সভাপতি মইনুল হাসান, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, রাজ্য ও জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ইদ্রিস আলীর পুত্র ইমরান আলী। পাশাপাশি ভগবানগোলা এক ও দুই নম্বর ব্লকের সভাপতি রেয়াত হোসেন সরকার ও আব্দুর রৌফ সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা স্মরণ সভায় যোগদান করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct