এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে এই সংক্রান্ত সমস্ত প্রস্তুতি । প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় সহায়তা শিবিরের মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষের পথে ৷ ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে ৷ এদিন শ্রীকৃষ্ণপুর সহ অশোকনগর এর একাধিক সহায়তা কেন্দ্রগুলি ঘুরে দেখেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ ১০০ দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের সঙ্গে কথা বলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তুলে ধরেন ৷ তৃণমূল সরকার সর্বদাই মানুষের পাশে আছেন বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন ৷ শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান জানান, শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৫৫৯ জন ১০০ দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের প্রাপ্ত মজুরি বকেয়া রয়েছে ৷ সহায়তা শিবিরের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে, প্রায় সকলেই টাকা পাওয়ার জন্য সহায়তা শিবিরে এসেছেন ৷’ কেন্দ্রীয় বঞ্চনার প্রায় দু বছর পর রাজ্য সরকারের উদ্যোগে বকেয়া মজুরি পেতে চলেছেন উপভোক্তরা৷ এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণপুরের রিতা রানি মল্লিক, সুফিয়া বিবিরা ৷ তারা বলেন, ‘আমরা কষ্ট করে কাজ করেছি কিন্তু মজুরি পায়নি, দু’বছর পর শুনছি দিদি আমাদের টাকা দেবেন, আনন্দ হচ্ছে, দেখি কবে টাকাটা পাই ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct