সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে তৃণমূলের ছোট বড় নেতাদের। প্রকাশ্য জনসভা থেকে এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার ময়ূরেশ্বর দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল। উক্ত তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা, তথা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি। রবিবার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আলম মল্লিকের শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোন মিটিং মিছিল বা বৈঠক হয়নি। তবে লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই এই বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে জানা যায়। এদিনের কর্মসূচি থেকেই অনুব্রত ঘনিষ্ঠ ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মন্ডল আজকের সভায় উপস্থিত দলীয় কর্মীদের মাঝে নানা রকম বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বিরোধীদের উদ্দেশ্যে বলেন ‘কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে, আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোন জায়গায় থোল পাততে পারবি না। থানা, পুলিশ, কোট যেখানে যাবে একেবারে তাদের হারগোর ছাড়িয়ে দেব । ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস , তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে বলে দলীয় কর্মীদের মধ্যে এরূপ বার্তা দেন। উক্ত বিষয় প্রসঙ্গে বিজেপির শ্যামাপদ মন্ডল বলেন ‘উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবেন যিনি উনার হাতও কাটতে পারেন’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct