এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় বনগাঁ লোকসভা কেন্দ্রে বনগাঁ বাগদা এলাকার একাধিক রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস ৷ গত বছর দিদির দূত থেকে শুরু করে পরবর্তী সময়ে তৃণমূল নেতা, বিধায়কদের হাতের নাগালে পেয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকাবাসী, কোথাও কোথাও আবার বিক্ষোভ দেখাতেও দেখা যায় ৷ ‘দিদিকে বলো’ মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেও রাস্তার দাবিতে অভিযোগ জানিয়েছিলেন এলাকার মানুষজন ৷ বাগদা বিধানসভার কনিয়াড়া ১ পঞ্চায়েতের বালাপাড়া গ্রামবাসীর অভিযোগ ছিল বেহাল রাস্তার জন্য এলাকার ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না ৷ অন্যদিকে বনগাঁর গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তার বেহাল দশার কথা তুলে ধরেন স্থানীয়রা ৷ অবশেষে বেহাল রাস্তা গুলির সংস্কারের কাজ শুরু হলো ৷ এলাকার মানুষের সমস্ত সমস্যার সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সমস্ত রাস্তা সংস্কারের সূচনা করা হচ্ছে বলে জানান বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ এ দিন বাগদার কনিয়াড়া ১ পঞ্চায়েতে তেঘরিয়া বারোমেশে ব্রিজ থেকে ধুলি পিডব্লিউডি রোড ও ভবানীপুর বাজার থেকে রানিহাটি স্কুল পর্যন্ত ২ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন। অন্যদিকে বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৯টি গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ সূচনা করেন বিশ্বজিৎ ৷ এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মন্ডল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এমন উন্নয়ন, এর আগে কখনো হয়নি, মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে, বিধায়ক বিশ্বজিৎ দাসের হাত ধরে আগামী দিন আমরা আরও সমৃদ্ধ হবো, মানুষের সমস্ত সমস্যা সমাধান করতে পারব ৷’ এনিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল । আমি নিজে গিয়ে রাস্তাগুলি দেখে এসেছিলাম । মুখ্যমন্ত্রী কে জানানোর পর তিনি এই রাস্তাগুলির জন্য টাকা বরাদ্দ করেছেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct