মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে রেলের একাধিক প্রকল্পের শিলান্যাস হল। সেটা দেখা গেল দেশের বিভিন্ন রেল স্টেশনের সঙ্গে সঙ্গে সেহারা বাজার রেল স্টেশনে । সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ২ হাজার এর বেশি রেলওয়ে প্রকল্পের। প্রকল্পগুলির জন্য বরাদ্দ হয়েছে ৪১ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ৫৫৪ টি রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলার কাজের শিলান্যাস হল। সাথেই ১ হাজার ৫০০টি রোড আন্ডার পাস এবং ফুট ওভার ব্রিজ।এই উদ্বোধনের মধ্যে পরে আদ্রা ডিভিশনের ৫৭ টি নব নির্মিত সাবওয়ে,রোড ওভারব্রীজ এবং রেল স্টেশনের পূর্নবিকাশ।মাঠনশিপুর ও আনগুনা গ্রামের মধ্যে আন্ডারপাস এবং চক মুস্তাফা ও হাবাসপুর গ্রামের মধ্যে আন্ডারপাস যাদের নম্বর ১০৬ এবং ১০৯ নম্বর আন্ডারপাস এর শিলান্যাস করা হল যথাক্রমে সেহারাবাজার এবং বোয়াইচণ্ডী রেল স্টেশনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি কনফারেন্স এর মাধ্যমে সোমবার সমস্ত প্রকল্পের শিলান্যাস করলেন,একথা জানালেন বাঁকুড়া মশাগ্রাম সেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আকাশ কুমার।দুটি স্টেশনে ছিলেন রেলের আধিকারিক সহ এলাকার মানুষজন,স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতির সদ্যস্য ও সদস্যা বৃন্দরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct