রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে পথে নামলেন অধীর চৌধুরী। দোষীদের গ্রেফতারের দাবিতে বহরমপুরে কংগ্রেসের মিছিল। সন্দেশখালিতে মহিলাদের উপর শারীরিক ও মানসিক ভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন চালাতো স্থানীয় তৃণমূল নেতারা। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলা। সেই প্রতিবাদের ঢেউ এসে পড়লো মুর্শিদাবাদের বহরমপুরে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মিছিল কংগ্রেস ।আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এবং খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ্য লক্ষ্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায়। অধীর বলেন এই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য তৃণমূল যদি সত্যি মনে করত শাহজাহানকে ধরার দরকার তাহলে তো সুপ্রিম কোর্ট যেত সেটা তারা কিন্তু করেনি। আসলে শেখ শাহজাহানকে ধরা হচ্ছেনা এটা সত্য নয়। ধরছে না। আঁচলের তলায় থাকলে তাকে কে ধরবে?’অধীর বলেন তিনি এ কথাও বলেন কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ অবজ্ঞা এবং যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমান করা হচ্ছে এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক বললেন অধীর রঞ্জন চৌধুরী।এছাড়াও অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেন, ‘সন্দেশখালিতে নারী গর্জন চলছে। মুখ্যমন্ত্রীর জনগর্জন সভা করা উচিত সন্দেশখালিতে। নারীদের সম্মান দিয়ে সেখানে মুখ্যমন্ত্রীর সভা করা উচিত। সেখানে ব্রিগেড করা উচিত।’ অধীরের বক্তব্য, সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়ানো উচিত রাজ্যের। তাঁর কটাক্ষ, ‘তা না করে উনি ব্রিগেডে জনগর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন। সন্দেশখালির মহিলাদের। সন্দেশখালির মহিলারা জনরোষে ফুঁসছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct