আপনজন ডেস্ক: বয়স ৩৮, এই বয়সেও যেন দুর্বার লুকা মডরিচ। বয়স বাড়ার সঙ্গে মাঠের খেলায় ধার কমায় আগের মতো রিয়ালের একাদশে সুযোগ মেলে না ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের। গত রাতে সেভিয়ার বিপক্ষেও শুরুতে ছিলেন বেঞ্চে। গোলের জন্য হন্যে হয়ে ছিল রিয়াল।দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে সেই গোলই এনে দেন মডরিচ। তাতে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেছে লস ব্লাংকোরা।এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল সমর্থকদের। কারণ প্রায় আড়াই বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরেন সের্হিয়ো রামোস।রিয়াল ছাড়ার পর রিয়ালের বিপক্ষে বার্নাব্যুতে প্রথমবার মাঠে নামেন এই ডিফেন্ডার।বার্নাব্যুতে অবশ্য ভালো চ্যালেঞ্জ জানিয়েছে সেভিয়া। সেভাবে আক্রমণ শানাতে পারেনি রিয়াল। মধ্যমাঠের দখলও নিতে পারেনি কার্লো আনচেলোত্তির দল।৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে আসেন মডরিচ। এর ছয় মিনিট পরেই পেয়ে যান সেই গোল। বক্সের বাইরে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন তিনি, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।গোল করে দলকে জেতানোর পর মডরিচ বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা কখনো হাল ছাড়ি না। এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ।আমাদের আগেই গোল করা উচিত ছিল; কিন্তু যখন শেষ দিকে গোল আসে তখন তা থ্রিলারের চেয়েও বেশি কিছু।’২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫৭ পয়েন্টে দুয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬, আছে তিনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct