আপনজন ডেস্ক: সন্দেশখালিতে ইডির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই বলে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। ইডির উপর হামলা ছাড়াও মহিলাদের উপর যৌন নির্যাতন এবং আদিবাসীদের জমি দখলের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাজাহান, ইডি, সিবিআই, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে সংবাদপত্রে একটি পাবলিক নোটিশ দিতে যেখানে এই মামলার পার্টি করা হয়েছে শেখ শাহজাহানকে। কারণ ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর জনতার হামলার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি পলাতক রয়েছেন।শেখকে গ্রেপ্তার করতে পুলিশের উপর নিষেধাজ্ঞার আদেশ রয়েছে কিনা তা স্পষ্ট করার জন্য ডিভিশন বেঞ্চ বলেছে, এ জাতীয় কোনও স্থগিতাদেশ নেই এবং পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।আদালত বলেছে, সন্দেশখালি মামলায় যে সিট গঠন হয়েছিল তার কার্যকলাপেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ নেই। এদিন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য-সহ ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৪ মার্চ ফের এই মামলার শুনানি হবে। তবে এদিন আদালতের রায়ের পর সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ। সন্দেশখালি থানায় দায়ের করা এফআইআরে নতুন কিছু অভিযোগ রয়েছে।