আপনজন ডেস্ক: সমাজবাদী পার্টির সাংসদ ডা. শফিকুর রহমান বার্ক মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…। ৯৪ বছর বয়সী শফিকুর রহমান বার্ক মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শফিকুর রহমান বার্ক ৫ বার লোকসভার সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬, ১৯৯৮ এবং ২০০৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে মোরাদাবাদ লোকসভা আসন থেকে জিতেছিলেন। এর পরে, তিনি বিএসপির টিকিটে ২০০৯9 সালে সম্ভল থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন। ২০১৪ সালে তাকে সম্ভল আসন থেকে হারের মুখে পড়তে হয়েছিল। ২০১৯ সালে তিনি সমাজবাদী পার্টির টিকিটে সম্ভল থেকে জিতেছিলেন। ডা. শফিকুর রহমান বার্ক সম্ভল থেকে চারবারের বিধায়কও ছিলেন। তিনি ১৯৭৪, ১৯৭৭, ১৯৮৫ এবং ১৯৯১ সালে বিধায়ক নির্বাচিত হন। তিনি একবার উত্তরপ্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। তিনি মুসলিম ইস্যুতে খোলাখুলি মত প্রকাশের জন্য পরিচিত ছিলেন।
শফিকুর রহমান বার্কের মৃত্যুতে সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক বার্তায় তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা ও একাধিকবারের সংসদ সদস্য জনাব শফিকুর রহমান বার্ক সাহেবের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার আত্মা শান্তিতে থাকুক। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা এই অপার শোক সইবার শক্তি পান। তাঁর মৃত্যুতে বিএসপি প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীও শোক প্রকাশ করেছেন। এবং পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct