আপনজন ডেস্ক: কলকাতার সায়েন্স সিটি থেকে গ্রেফতার হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার সকালে বাসন্থী হাইওয়ে ধরে রওনা দিলে সায়ন্স সিটির কাছে কলকাতা পুলিশ আটকায়। তাকে আটকানো নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। নওশাদ গ্রেফতারের কারণ জানতে চাইলেও পুলিশ তার সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ। পুলিশের বক্তব্য সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে যাওয়অর আগে নওশাদ সিদ্দিকীকে আটকানো হয়েছে। যদিও নওশাদের যুক্তি, সায়েন্স সিটি সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে। আর এখানে কোনও ১৪৪ ধারা জারি নেই। তাই তাকে গ্রেফতারের যৌক্তিকতা নেই বলেদাবি নওশাদের।
তবে, পুলিশের দাবি কোনও ধরনের আইনশঙ্খলার অবনতি যাতে না হয় সন্দেশখালিতে, তার জন্য আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে নওশাদকে সায়েন্স সিটিতে আটকানো হয়েছে। যদিও নওশাদের অভিযোগ ১৪৪ ধারার জারি রাখার যুক্তি দেখিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ যা একেবারে অনৈতিক। নওশাদের আরও অভিযোগ, তার পরিকল্পনা ছিল বাসন্তী যাওয়ার। কিন্তু সেকথা পুলিশ শুনতেক নারাজ। তার ভেবেই নিয়েছেন সন্দেশখালি যাব। ফলে এই গ্রেফতার পরিকল্পিত বলে অভিযোগ নওশাদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct