আপনজন ডেস্ক: খাবার না পেয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বাড়ছে ফিলিস্তিনি শিশুর মৃত্যু সংখ্যা।জানা গিয়েছে, ওই অঞ্চলে বিগত কয়েকদিন ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। ভিডিওতে এক চিকিৎসাকর্মী বলেন, ‘আমরা দেখলাম, এক নারী তার শিশুসন্তানকে কোলে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। তার কোলে থাকা বিবর্ণ শিশুটিকে দেখে মনে হচ্ছিল, মুমূর্ষু। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে জানা গেল, সে প্রচণ্ড রকমের অপুষ্টিতে ভুগছে। চিকিৎসাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। গাজায় দুধের সরবরাহ একেবারেই না থাকায় শিশুটি কয়েক দিন ধরে দুধ খেতে পারেনি। প্রচণ্ড অপুষ্টির কারণে মাহমুদ ফাত্তু নামের শিশুটা মারা গেছে। শুধু ওই শিশু নয়, বিগত কয়েকদিন ধরে সেখানে একাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।'জাতিসংঘের হিসাব অনুসারে, গাজার প্রায় ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যুদ্ধের শুরু থেকেই গাজায় খাদ্য, জল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের অবস্থা বেশি শোচনীয়। গত অক্টোবর থেকে সেখানে একেবারেই কোনও সাহায্য পৌঁছেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct