রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের প্রদীপডাঙ্গা থেকে রামকৃষ্ণপুর মোড় পর্যন্ত বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে ডাবলু বি এস আর ডি,এ, এর আন্ডারে তিন কোটি ১০ লক্ষ টাকার ব্যয়ে সাড়ে চার কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয় দশ দিন আগে সেই কাজ শুরুতেই সঠিক পরিমাণে কাজ না হওয়ার প্রতিবাদে গ্রামবাসীরা প্রতিবাদ করলে চার দিন থেকে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। শনিবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তিনি রাস্তার শুভ সূচনা করতে গিয়ে নিজে সারোজমিনে দেখেন রাস্তার শুরুতেই পাইলিং এর কাজ একেবারে নিম্নমানের করা হচ্ছে। যেখানে শালকাঠ ১০ ফুট মাটির তলায় পোতার কথা সেখানে চার থেকে পাঁচ ফুট পোতা রয়েছে। ৬ ইঞ্চি সাল কাঠ দেয়ার কথা থাকলেও সেখানে ৪ ইঞ্চি দেওয়া হয়েছে। ওই কাজ দেখে বিধায়ক ক্ষুব্ধ হয়ে জেলা পরিষদের জুনিয়ার ইঞ্জিনিয়ারকে সিডিউল অনুযায়ী রাস্তার কাজ করা হোক বলে নির্দেশ দেন। কোন রকম ভাবে দুই নম্বরি কাজ করা যাবে না বলে জানান তিনি। তারপরেই ওই রাস্তার শুভ সূচনা করেন বিধায়ক নিয়ামত সেক। বিধায়ক এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার আদিত্য মজুমদার বলেন ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে নিয়ম মেনে কাজ করার। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, লাজীনা, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহাতাবউদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ বনমালী সরকার, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct