আপনজন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে আরো আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।এই আলোচনা শুরু হয়েছিল ফ্রান্সের প্যারিসে। সেখানে যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা।ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি শনিবার বলেন, ইতোমধ্যে তাদের প্রতিনিধিদল প্যারিস থেকে ফিরে এসেছে। সম্ভবত একটি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, মন্ত্রিসভার সঙ্গে আলোচকদের বৈঠকটি শেষ হয়েছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে কাতারে একটি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এই আলোচনায় ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct