সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আগামী ২০২৪ এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল ঠিক করে মাঠে ময়দানে অবতীর্ণ।সেইসাথে শুরু হয়েছে ঘর ভাঙা গড়ার খেলা।অনুরূপ রবিবার সিউড়ি শুক্লা ভবনে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের দুবরাজপুর ও খয়রাসোল ব্লক এলাকার দলীয় নেতৃত্বদের নিয়ে একটি সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।সেখানে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের হাত ধরে খয়রাশোল ব্লক এলাকার দশটি পরিবার তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করে বলে সংগঠনের দাবি।এদিনের বৈঠকে দলীয় সংগঠনকে মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়।আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের মধ্যে এলাকা ভিত্তিক কর্মসূচি গ্রহনের আহ্বান জানানো হয়। দেওয়াল বুকিং থেকে শুরু করে ছোটো ছোটো পাড়া বৈঠকের উপর জোর দেওয়া হয়। রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে আন্দোলন জারি থাকছে বলে বৈঠকে আভাস দেন। উভয় দল ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট রাজনীতি করছে বলে বক্তব্যে তুলে ধরেন। বীরভূম জেলার বুকে কংগ্রেস দলকে ফিরিয়ে আনার প্রয়াস জারি থাকবে বলে দৃপ্ত কন্ঠে ঘোষণা করেন উপস্থিত জেলা নেতৃত্ব। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ,জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী,সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মোর্শেদ রেজা, যুব কংগ্রেসের সিউড়ির মহকুমা কার্যকরী সভাপতি সৈয়দ আজাদ ইমাম প্রমুখ নেতৃত্ব। উল্লেখ্য জাতীয় কংগ্রেসের খয়রাসোল ব্লক সভাপতি হিসেবে জাকির খান এবং দুবরাজপুর ব্লক সভাপতি হিসেবে সেখ আলিম কে সদ্য দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক পরিচালনার জন্য বলে দলীয় সূত্রে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct