নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বারদুয়ারি ডিয়ার পার্কে জন্ম নিল দুটি হরিণ ছানা। বর্তমানে এই ডিয়ার পার্কে হরিণের সংখ্যা বেড়ে হল ৩২।গত সপ্তাহে এই দুটি হরিণ ছানা পার্কে জন্ম নিয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর।ভালো রয়েছে দুই মা হরিনও।হরিণ শাবক দুটি র প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলে ব্লক সূত্রে খবর। বিডিও এবং অন্যান্য ব্লক আধিকারিকদের তত্ত্বাবধানেই ডিয়ার পার্কে শান্ত পরিবেশে বেড়ে উঠছে এই নতুন জন্ম নেওয়া শাবক দুটি।নিয়মিত ওদের পশু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।খাবার সাথে সাথে ওদের প্রয়োজনীয় হেলথ সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।ওই শাবকের নজরদারির জন্য সবসময় এর কেয়ার টেকার রাখা হয়েছে।ডিয়ার পার্কের দায়িত্বপ্রাপ্ত কেয়ার টেকাররা জানাচ্ছেন মায়ের দুধ ছাড়াও এরা কচি ঘাস ও চালের গুঁড়ো খেতে অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে।আমরা দিন-রাত এদের দেখার সময় কাজে নিযুক্ত রয়েছি।বিডিও এসে দুবেলা খোঁজ নিচ্ছে।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস পাল জানালেন,এই পার্কটির উন্নতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।অবসরে পশুপাখিদের নিয়ে আমার এখানে সময় কাটে।সম্প্রতি এন আর ই জি এস এ প্রকল্পের মাধ্যমে এই উদ্যানটির আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct