মোহাম্মদ সানাউল্লা, নলহাটি, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজ্য কো অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এসে পৌঁছালো বীরভূমে। রবিবার বিকেলে মুর্শিদাবাদ হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার যাত্রা পৌঁছায় নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে। এদিন বামেদের লোহাপুর লোকাল এরিয়া কমিটির পক্ষ থেকে একটি সভা মঞ্চ করা হয়। সেখানে বাম নেতৃত্বরা অধিকার যাত্রায় আগত কর্মচারীদের হাতে গোলাপ ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। রাজ্য কো অর্ডিনেশন কমিটির যে দাবি, সে দাবি নিয়ে সভা মঞ্চে বক্তব্য রাখেন অধিকার যাত্রার সদস্যরা। তাদের দাবি বিভাজনের রাজনীতিকে পরাস্ত করতে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের সমস্ত শূন্যপদ স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে। চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অবিলম্বে বকেয়া মহাগ্র ভাতা প্রদান করতে হবে। এই সব দাবিতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির আহব্বানে কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা। এদিন সভা মঞ্চে বক্তব্য শেষে লোহাপুর কাঁটাগড়িয়া মোড় থেকে বেরিয়ে নলহাটি বাস স্ট্যান্ড হয়ে পৌছাবে রামপুরহাট। এই অধিকার যাত্রা শেষ করে মার্চ মাসের ১৪ তারিখ নবান্ন অভিযান করবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct