আপনজন ডেস্ক: সময়টা ভালোই কাটছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ ছিল অপরাজিত। দারুন ছন্দে থাকার দলটি নিয়ে আশা-প্রত্যাশাও বেড়ে গিয়েছিল সমর্থকদের। কিন্তু গতরাতে ফুলহামের কাছে ২-১ গোলে হেরে আবারো বিবর্ণ রেড ডেভিলরা।অবশ্য হারের পরও এরিক টেন হাগ বলছেন, সঠিক পথেই আছে তার দল।২০০৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের কাছে কোন ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। আর গত ৬১ বছর এটি দ্বিতীয় হার। এই হারে শীর্ষ চারে থাকার ঝুঁকির মধ্যে পড়ে গেল।২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ছয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫২।অবশ্য টেন হাগ বলছেন, তার দল সঠিক পথেই আছে,’এটা শুধু একটি হার। তবে এই হারে ভবিষ্যতে ছবি দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো অবস্থায় আছে।অবশ্যই আমরা সঠিক পথে আছি। যখন চোট কাটিয়ে সবাই ফিরবে তখন আরো ভালো দল হয়ে উঠব আমরা।’মৌসুমের শুরু থেকেই দলে চোটে পড়া খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে। টানা ৬ ম্যাচ গোল করা রাসমুস হইলুন্দ ছিটকে গেছেন চোটের কারণে। লুক শ আছেন বাইরে।গত ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। সবাই ফিরলে দলের ভারসাম্য বাড়বে মনে করেন টেন হাগ,’যখন সবাই ফিরে আসবে তখন দলের ভারসাম্য বেড়ে যাবে। এছাড়া দলবদলের সময় ভালো খেলোয়াড় দলে ভিড়িয়ে স্কোয়াডের শক্তি বাড়াতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct