আপনজন ডেস্ক: ক্রিকেটে বাণিজ্যিকীকরণ বেড়ে যাওয়ায় এখন বছরের বেশির ভাগ সময় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো দখল করে রেখেছে। অর্থের ঝনঝনানির কারণে ক্রিকেটাররাও এসব লিগের দিকে ঝুঁকে পড়েছেন। ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজি মালিকদের আকৃষ্ট করতে প্রাইজমানিও (অর্থ পুরস্কার) দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৭ কোটি র্যান্ড অর্থ পুরস্কার দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশি মুদ্রায় যা ৪০ কোটি টাকার কিছু বেশি। এরই মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এল এসএ টোয়েন্টি। আইপিএলের পরেই এখন এসএ টোয়েন্টির অবস্থান।অর্থবিত্তের দিক থেকে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও সংস্থাটি আয়োজিত বিপিএল তালিকায় শীর্ষ পাঁচেও নেই। প্রাইজমানির দিক থেকে বিপিএলের অবস্থান নয়ে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের দশম আসর এখন শেষের পথে। এবারের আসরের প্রাইজমানি এখনো না জানালেও গত বছর সর্বশেষ আসরে দেওয়া ৪ কোটি টাকা প্রাইজমানিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। প্রাইজমানির দিক থেকে শীর্ষ ১০ লিগের তালিকায় বিপিএলের পর আছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct