আপনজন ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা করছে কাতার, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থকারী দেশগুলো।এদিকে, নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরাইলে রাজপথে নেমেছে হাজারো বিক্ষোভকারী।গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে আবারো যুদ্ধবিরতির আলোচনায় গতি পেয়েছে।শনিবার আলোচনার জন্য প্যারিসে যান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা-মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। সেখানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন প্রতিনিধিরা। জিম্মি মুক্তি, রাফায় হামলা বন্ধসহ একাধিক সমাধানের পথে হাঁটছেন মধ্যস্থকারীরা।অন্যদিকে, হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের রাজপথে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। বিভন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জাড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত ২১ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct