আপনজন ডেস্ক: রবিবার আগ্রায় রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।গত সপ্তাহে সপা ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর যাত্রায় যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন সপা সভাপতি। এই যাত্রায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও।রাহুল গান্ধি এবং অখিলেশ যাদব একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ফ্রন্ট উপস্থাপনের সময় তিনজনই আগ্রায় জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।অখিলেশ যাদব বলেন, আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানো, ড. বি আর আম্বেদকরের স্বপ্নকে পূরণ করা, যা বিজেপি ধ্বংস করেছে। তাই এখন চাই বিজেপি হটাও, দেশ বাঁচাও।এই উপলক্ষ্যে অখিলেশ যাদব রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, সমস্ত কংগ্রেস কর্মী ও জনগণকে ধন্যবাদ জানান। রাহুলকে নিয়ে অখিলেশ বলেন, আপনি (রাহুল গান্ধি) আপনার যাত্রায় ভালবাসা ছড়িয়ে দিন। আমি খুশি যে রাহুল গান্ধি যে তার প্রেমের দোকান শুরু করেছিলেন, সেই ভালবাসা এখন আগ্রায় পৌঁছেছে, আগ্রা ভালবাসার শহর, তাই এখান থেকে ভালবাসা সংগ্রহ করুন এবং আপনার যাত্রার সময় এটি ছড়িয়ে দিন। রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার পরে কংগ্রেস বলেছে, ইন্ডিয়া জোট “জনবন্ধন” সংগঠিত করেছে। এখন দেশের “অন্ধকার” দূর করতে প্রস্তুত।এদিন রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা তার ৪৩ তম দিনে আবার শুরু হয়েছে। শনিবার বুলন্দ শহরের পিন্ডারওয়ালে বিশ্রাম নেওয়ার পর রবিবার সকাল ১০টায় আবার যাত্রা শুরু হয়। কনভয় ছাড়ার আগে পুলিশ প্রশাসন ও কংগ্রেস দলের কর্মীরা বিশেষ প্রস্তুতি নেয়। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রথম বিরোধী নেতাদের মধ্যে একজন যিনি রাহুল গান্ধির যাত্রায় যোগ দেন যা মার্চ পর্যন্ত চলবে।গত সপ্তাহের গোড়ায় অখিলেশ যাদবের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেস নেতৃত্ব উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ১৭ আসনের প্রস্তাব গ্রহণ করে, যার ফলে জোট নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটে। গান্ধি এবং যাদবের একত্রিত হওয়ার ফলে যাত্রায় তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটে। আসন-ভাগাভাগি চুক্তিতে সিলমোহর দেওয়ায় ইন্ডিয়া জোটের প্রতি তাদের উৎসাহ বেড়েছে। শনিবার দিল্লি, গুজরাট, গোয়া ও হরিয়ানার লোকসভা আসনের জন্য আসন সমঝোতা করলেও রাজ্যের ‘বিশেষ পরিস্থিতি’ বিবেচনায় পঞ্জাবে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে আপ।সম্প্রতি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতার পর ইন্ডিয়া জোটের ১২৫টি আসনের আসন সমন্বয় চূড়ান্ত করেছে কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া কাজ করতে হবে বলে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে।কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি পোস্টে লিখেছেন, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি এবং অখিলেশ যাদবকে স্বাগত জানাতে আগ্রায় বিপুল উৎসাহী জনতা জড়ো হয়েছিল। আগ্রার কেন্দ্রস্থলে ঐতিহাসিক রোড শো করার আগে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন নেতারা। রমেশ বলেন, ‘ইন্ডিয়া জোটের জনবন্ধন ঐক্যবদ্ধ যা কেন্দ্রে বিজেপি শাসনামলের দেশের অন্ধকার দূর করতে প্রস্তুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct