একুশ স্মরণে
হাবিবুর রহমান
একুশের লাল রক্তে
গড়েছে ঐক্যতান।
জাত ধর্ম গোষ্ঠী নয়, ভাষার হল জয়গান।
দ্বি-জাতি তত্ত্ব খণ্ডিত করেছে জননী জন্মভূমি,
সফল হয়নি তাদের মনস্কাম।
ধর্মের - আফিন খাইয়ে হয়নি সফলকাম।
ছিনিয়ে নিতে পারেনি বাঙালির ভাষা।
লোকে বলে, ভেতো বাঙালি, বুদ্ধিতে সর্বনাশা
কিন্তু মেরুদন্ড ভীষণ খাড়া ।
তার প্রমাণ মিলল ২১ শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল।
শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে,
রাইফেল গুলির তোয়াক্কা না করে,
গোটা পূর্ব পাকিস্থান উত্তাল।
স্লোগান, আন্দোলন আর হরতালে,
গরিষ্ঠের ভাষা মাতৃ ভাষার স্বীকৃতিতে আন্দোলন,
সেনার বুলেট কেড়ে নিল পাঁচ পাঁচ পাঁচটা তাজা প্রাণ।
শুরু হলো অত্যাচার ধরপাকড়,আনরেস্ট।
অনেক রক্ত নদী পেরিয়ে
স্বপ্ন সত্যি - স্বাধীন বাংলা দেশ।
বিশ্ব দেখল, একই খন্ড,একই দেশ, একই ভাষা-
রাষ্ট্রনেতা থেকে আমজনতা।
বার্থ হয়নি সালাম বরকত শফিক রফিকের আত্মবলিদান।
রাষ্ট্রসঙ্ঘ তাই মেনেছে ২১শের অবদান।
আন্তর্জাতিক ভাষা দিবস, কম নয় এই সম্মান।
সাবাস বাঙালি, বাংলাভাষা তোমাকে অনেক অনেক সেলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct