মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড় এবং কোচদের টেকনিকেল উন্নতির জন্য আয়োজিত আসন্ন কর্মসূচী সম্পর্কে জানাতে বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ২৪.০২.২০২৪ তারিখে বি সি রোডের ওপর অবস্থিত গঙ্গা কমপ্লেক্সের সঙ্গম ম্যারেজ হলে হয়ে গেল একটি সাংবাদিক সম্মেলন। এই প্রথমবার, পূর্ব বর্ধমান জেলাতে রেফারি সেমিনার করাতে আসছেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেন। এই রেফারি সেমিনারের আয়োজন করা হয়েছে আগামী ৩০ শে মার্চ ২০২৪ তারিখে বিসি রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে। হানসি প্রেমজিত সেন হলেন ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি। তিনি ৩১ শে মার্চ ২০২৪ তারিখে অরবিন্দ স্টেডিয়ামে ক্যারাটে প্রশিক্ষার্থীদের জন্য একটি অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্পও করাবেন। হানসি প্রেমজিত সেন বিগত বছরে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দক্ষ রেফারি হিসাবে ব্রোঞ্জ পিন সম্মানে ভূষিত হয়েছেন। কোচ হিসাবে তিনি অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক মেডেলিস্ট তৈরি করেছেন। তিনি হলেন বাংলার একমাত্র কোচ যার কোচিংয়ে ওয়ার্ল্ড ক্যারাটে ইউথ লিগে দুজন পদকলাভ করেছে। এছাড়া ৫ম পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ আগামী ১০ই মার্চ ২০২৪ তারিখে বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হবে। এটি হলো পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল টুর্নামেন্ট এবং রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য বাছাইপর্ব। জেলা ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের ইতিহাসে। বিশ্বখ্যাত ব্যক্তির কাছ থেকে আন্তর্জাতিক মানের ক্যারাটে সংক্রান্ত জ্ঞান অর্জনের এটি একটি সুবর্ণ সুযোগ জেলার সকল খেলোয়াড়, কোচ ও জাজদের কাছে। হানসি প্রেমজিত সেন দ্বারা পরিচালিত রেফারি সেমিনার ও অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্প আগামীদিনে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের মান নিশ্চিতভাবেই বৃদ্ধি করবে বলে আমরা আশাবাদী।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct