আসিফ রনি, জঙ্গিপুর, আপনজন: মূর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি মাটির বাঁধ। যেটি নবাবী বাঁধ হিসাবে পরিচিত। যে বাঁধের উপর নির্ভর করে রয়েছে ৪ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। বর্ষার সময় বন্যার জলে কবলিত হয় প্রায় চার থেকে পাঁচটি অঞ্চল। এই নিয়ে এলাকার মানুষছর পক্ষ থেকে স্লুইচ গেটের জন্য বারংবার দাবি জানানো হয়েছে একাধিক অধাকারিক ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছে। তবে মেলেনি কোনো সুরাহা। আর এই সমস্যা নিয়ে তৎকালীন বিধায়ক হাবিবুর রহমানের কাছে সমস্যার কথা তুলে ধরেন সাধারণ মানুষ। তিনি স্লুইচ গেট নির্মাণের উদ্যোগ নিলেও পেরে উঠতে পারেননি। এমতাবস্থায় প্রয়াত হন তিনি! পিতার সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষের সমস্যা দুরীকরনে উদ্যোগ নেন প্রয়াত বিধায়ক হবিবুর রহমানের উত্তরসুরি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার স্লুইচ গেট নির্মাণের শুভ শিলান্যাসের শুভ উদ্বোধন করলেন তিনি। এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ খলিলুর রহমান ও উপস্থিত ছিলেন বিডিও দেবত্তম সরকার। এইদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, এই স্লুইচ গেট নির্মাণের ফলে, উপকৃত হবেন চার থেকে পাঁচটি অঞ্চলের মানুষ। সেই সঙ্গে উপকৃত হবেন বিশাল সংখ্যক চাষিরা।বামেদের আক্রমণ করে তিনি বলেন দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থেকেও সাধারণ মানুষকে লুটে খেয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct