অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো জেলার হজ প্রশিক্ষণ শিবির ২০২৪।শহরের সুকান্ত ভবনে আয়োজিত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, বংশীহারী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ আরো অনেকে। উল্লেখ্য, রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাজ্য হজ্জ কমিটির ব্যবস্থাপনায় রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেই মতো এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে কলকাতা থেকে আগত মাওলানা আশরারুল হক হজযাত্রী দের প্রশিক্ষণ প্রদান করেন। প্রজেক্টরের মাধ্যমে তিনি হজ যাত্রীদের কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।জানা গিয়েছে, এবছর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ৮৫ জন হজযাত্রী যাচ্ছেন। এবিষয়ে বংশীহারী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে হজে যারা যাবেন, তাঁদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যারা প্রথম হজ করতে যাবেন, তাঁদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct