রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: অভিনব উদ্যোগ্যে দেওয়া হল ট্রাফিক সচেতনাতার বার্তা। মুর্শিদাবাদের বহরমপুর থানা ও ট্রাফিক এবং কান্দি থানার উদ্যোগে এবং জীবন্তি হল্ট শান্তি কমিটির সহযোগীতায় পালিত হল”সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি। বাইক আরােহীদের হেলমেট পরা থেকে শুরু করে ট্রাফিক আইন মেনে চলাসহ বিভিন্ন পথ-নিরাপত্তা বিধি নিয়ে শিক্ষার্থী এমনকি রাস্তার মােড়ে মােড়ে ব্যানার, পােস্টার দিয়ে এলাকার মানুষকে সচেতনাতার বার্তা দেওয়া হয়। শনিবার জীবন্তি হল্টের একাধিক গ্রামের মানুষ এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে দূর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচতে এবং অপরকে বাঁচাতে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতে গ্রামের প্রত্যন্ত প্রান্তে পৌছে গেলেন পুলিশ প্রশাসন। এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন গোকর্ণ বিট হাউসের ওসি বসন্ত কবিরাজ, কর্ণসুবর্ণ পুলিশ ফাঁড়ির ওসি রাজিব মল্লিক , তৎসহ উপস্থিত ছিলেন আজিমগঞ্জ আরপিএফ অফিসার মিস্টার এ কে সিং এবং রেলের ডিপার্টমেন্ট আইবি রাজা রাম রয় এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মহিলা থানার এএসআই কাকলি মুখার্জি মহাশয়া। সভাপতিত্ব করেন শিক্ষক অনারুদ্দিন খান। উল্লেখ্য, চলতি মাসে রাজ্য সড়কে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা নিয়ে গোকর্ণ বিট হাউসের ওসি বসন্ত কবিরাজ বলেন,হেলমেট ব্যাবহার করলে এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই মুক্ত হওয় যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct