আপনজন ডেস্ক: খেলতে নেমে মৃত্যুর ঘটনা একেবারে কম নয়। ক্রিকেট-ফুটবলসহ একাধিক খেলাধুলায় এমন উদাহরণ আছে। এবার তেমন আরেকটি ঘটনার সাক্ষী হলো ক্রীড়াঙ্গন। ক্রিকেট মাঠে মৃত্যুবরণ করেছেন ভারতীয় এক ক্রিকেটার। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় শুরুতে জ্ঞান হারান, এরপর পরলোকগমন করেন ওয়াইসি হোইসালা। বেঙ্গালুরুতে এক টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে এই ঘটনাটি। ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাওয়ার তোড়জোড় করছিলেন, সেই সময় মাঠেই ঘটে যায় এই দুর্ঘটনা। হঠাৎ করেই মাঠে জ্ঞান হারান ওয়াইসি হোইসালা।সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন সকলেই। মাঠেই তাকে সিপিআর দেওয়া হয়। তবে কোনো রকম চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ডাক্তাররা জানান, পৌঁছানোর আগেই মৃত্যু হয় হোইসালার।ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন হোইসালা। কর্ণাটক প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলতে দেখা গেছে তাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct