সুব্রত রায়, কলকাতা, আপনজন: লোকসভার ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চ আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৭ মার্চ রাজ্যে আসবে আরো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তরপ্রদেশের জন্য ২৫২ কোম্পানি, পঞ্জাবের জন্য ২৫০কোম্পানি, গুজরাটের জন্য ২০০ কোম্পানি, জম্মু ও কাশ্মীরের জন্য বরাদ্দ হয়েছে অনেক কম কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ৩ মার্চ কলকাতায় আছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চার মার্চ সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক। সন্ধ্যে সাতটা পর্যন্ত চলবে। পাঁচ মার্চ ভোটের সময় আইন কার্যকরের দায়িত্বে থাকা ইডি ,আয়কর দপ্তর, শুল্ক দপ্তর ,কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন দপ্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজি সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর ঐদিন বেলা সাড়ে বারোটায় সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামী ১৩ ই মার্চ পার হলেই যে কোনদিন লোকসভা ভোটের নির্ঘণ্ট ও ঘোষণা করবেন নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের লোকসভা ভোট একাধিক দফায় নির্বিঘ্নে করার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাই পয়লা মাছ রাজ্যে আসছে প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফের সাত মাছ আরো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখবে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে যাচ্ছে প্রায় ১৫, ০০০ আধা সেনা জওয়ান। বঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন তাই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct